ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পাবজি মোবাইল সুপার লিগে অংশ নিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

প্রকাশিত: ০৭:৫৪, ১৩ মে ২০২৫; আপডেট: ০৭:৫৫, ১৩ মে ২০২৫

পাবজি মোবাইল সুপার লিগে অংশ নিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গেমিং অঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত এনে দিলো জনপ্রিয় ইস্পোর্টস দল A1 Esports। দেশের প্রথম অফিসিয়াল পাবজি মোবাইল টুর্নামেন্ট "পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫"-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছে দলটি।

প্রতিযোগিতাটির পুরস্কারমূল্য ছিল ১০ লাখ টাকা, তবে আরও বড় অর্জন ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। এই জয়ের মাধ্যমে A1 Esports এখন কাজাখস্তানে অনুষ্ঠিতব্য "পাবজি মোবাইল সুপার লিগ"-এ অংশগ্রহণ করতে যাচ্ছে, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় গেমিং দলগুলোর সঙ্গে মুখোমুখি হবে তারা।

দেশে ইস্পোর্টসের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ এখনো সীমিত। এ প্রেক্ষাপটে A1 Esports-এর এই অর্জন বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতা ও প্রস্তুতির বিষয়ে A1 Esports জানিয়েছে, তারা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে দৃঢ়প্রতিজ্ঞ। দলটির ম্যানেজার বলেন, “এটা শুধু আমাদের দলের জন্য নয়, পুরো বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।

এসএফ

×