
ছবি: সংগৃহীত।
ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এবং ইহুদি বসতকারীদের দ্বারা আল-আকসা মসজিদ অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। তিনি এই ঘটনাকে "ইচ্ছাকৃত এবং নির্লজ্জ আচরণ" বলে আখ্যা দিয়ে বলেন, এটি কেবল দখলকৃত ভূখণ্ডেই নয়, গোটা অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদে এই হামলাসদৃশ প্রবেশ একাধারে দেড়শো কোটির বেশি মুসলমানের বিশ্বাসের প্রতি চরম অপমান এবং আন্তর্জাতিক আইন ও মানবতার সামষ্টিক বিবেকের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীর এমন পদ্ধতিগত নিষ্ঠুরতা এবং দখলকৃত ভূখণ্ডে আরও আগ্রাসনের লক্ষ্যে চালানো মন্দ চক্রান্ত শান্তির সম্ভাবনাকে চরমভাবে বিপন্ন করে তুলছে।
পাকিস্তান প্রধানমন্ত্রী এ ঘটনাকে ইসরায়েলি শাসকগোষ্ঠীর এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন, যার উদ্দেশ্য হলো পশ্চিম এশিয়ায় আরও সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টি করা।
শাহবাজ শরিফ তার বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি, সকল প্রকার আগ্রাসন বন্ধ এবং এমন একটি বিশ্বাসযোগ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবনের আহ্বান জানান-যার মাধ্যমে ফিলিস্তিনের একটি স্বাধীন ও টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে আল-কুদস (জেরুজালেম)।
তিনি আবারও পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন অবিচল থাকবে।
সূত্র: ইরনা।
মিরাজ খান