
বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক উভচর বিমান AG600 চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। এবার এই বিমান সফলভাবে ঝড়ো হাওয়া বা ক্রসউইন্ড পরিস্থিতিতে টেকঅফ ও ল্যান্ডিংসহ সব কমপ্লায়েন্স ফ্লাইট টেস্ট পাস করেছে বলে জানিয়েছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (AVIC)।
AG600 এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ৬০ টন, যা একে বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান হিসেবে পরিচিত করেছে। আগুন নেভানোর মতো বিপর্যয় ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহারের জন্য এটি একসঙ্গে ১২ টন পানি বহনে সক্ষম বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
উত্তর চীনের ইনর মঙ্গোলিয়ার শিলিনহোট এলাকায় সম্প্রতি দুটি AG600 বিমান ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে কমপ্লায়েন্স ফ্লাইট টেস্টে অংশ নেয়। সবগুলো পরীক্ষায় বিমানদ্বয়ের পারফরম্যান্স নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, কঠিন আবহাওয়াতেও এই বিশালাকৃতির বিমানটি নিরাপদভাবে পরিচালনা সম্ভব।
ক্রসউইন্ড বা পাশ থেকে আসা তীব্র বাতাস বিমান চালনার সময় অন্যতম চ্যালেঞ্জিং পরিস্থিতি। এই ধরনের হাওয়ায় উড্ডয়ন ও অবতরণ অনেক বেশি জটিল হয়ে পড়ে এবং যেকোনো যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও বেড়ে যায়। তাই এই পরীক্ষার সফলতা AG600-এর সক্ষমতার এক বড় স্বীকৃতি।
চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সফলতা AG600 বিমানের জটিল পরিবেশে অভিযোজন সক্ষমতা আরও বাড়াবে এবং এর ব্যবহার ক্ষেত্র বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষার অংশ হিসেবে বিমানের এয়ার ইনটেক সিস্টেমসহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিরও সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা শেষে একটি AG600 বিমান উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশের জিয়াগেদাকি এলাকায় ফেরি ফ্লাইটে পাঠানো হয়েছে। সেখানে এটি বন রক্ষা ও পরিবেশ গবেষণার কাজে ব্যবহৃত হবে।
এছাড়াও, চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে AG600 ইতোমধ্যে টাইপ সার্টিফিকেটও পেয়ে গেছে, যা এর উন্নয়ন সম্পূর্ণ হওয়া এবং বাজারে ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন প্রাপ্তির দিকেই ইঙ্গিত করে।
সূত্র:Geo News
আফরোজা