ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাণিজ্য যুদ্ধে ‘গেমচেঞ্জার’ চুক্তি, ট্রাম্প বললেন এমনটা কেউ করে না!

প্রকাশিত: ১০:০৩, ১৩ মে ২০২৫

বাণিজ্য যুদ্ধে ‘গেমচেঞ্জার’ চুক্তি, ট্রাম্প বললেন এমনটা কেউ করে না!

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের শক-অ্যান্ড-অ প্রতিক্রিয়াশীল শুল্কনীতির ফলে বৈশ্বিক অর্থনীতি সংকটে পড়ার উপক্রম হয়। তবে চীনের সঙ্গে নাটকীয়ভাবে উত্তেজনা প্রশমিত হওয়ায় মার্কিন বাজারে স্থিতি ফিরে আসে। জেনেভায় দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন ১১৫ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্তে পৌঁছায়, যা বাণিজ্য যুদ্ধ প্রশমনে বড় অগ্রগতি।

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট জানান, “চীনের সঙ্গে আমাদের নতুন সূচনা হয়েছে।” ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এখন দ্রুত কিছু দ্বিপক্ষীয় চুক্তি করা, যদিও তা পূর্ণাঙ্গ না হলেও বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।

আলোচনায় ট্রাম্প শক্তিশালী ও পেশাদার প্রতিনিধি দল পাঠান—যেমন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার—যাদের গুরুত্ব চীন ও বাজার উভয়ই স্বীকার করে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বজায় রেখেও অন্যান্য দেশের সঙ্গে চুক্তির পথে এগোচ্ছে। ট্রাম্প প্রশাসনের মতে, এটাই ছিল মূল পরিকল্পনা—চাপে রেখে সফলতা আদায়।

ট্রাম্প বলেন, “মানুষ কখনও বাণিজ্যকে যেভাবে আমি ব্যবহার করি, সেভাবে ব্যবহার করেনি।”

 

সূত্র: https://edition.cnn.com/2025/05/12/business/china-trade-deal-trump?iid=cnn_buildContentRecirc_end_recirc

এএইচএ

×