ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অধিকার রক্ষার সংগ্রামে সবাইকে পাশে থাকার আহ্বান জানালেন তাসনিম জারা

প্রকাশিত: ১৩:২৩, ১৩ মে ২০২৫

অধিকার রক্ষার সংগ্রামে সবাইকে পাশে থাকার আহ্বান জানালেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং ফ্যাসিবাদী কাঠামো নির্মূলের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী সংগ্রামের বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল, সেটার নির্মূলের একটা প্রথম ধাপ আমরা আজকে দেখেছি। বিচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, আমরা দ্রুত বিচার চাই। কিন্তু আমাদের ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হওয়ার সংগ্রামটা অনেক লম্বা। সেই লম্বা জার্নিতে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই।"

এছাড়া, তাসনিম জারা আরও বলেন, "সংগ্রামে আমাদের একসাথে থাকতে হবে। বাংলাদেশে আমরা যে গণতন্ত্র দেখতে চাই, যে ধরনের ক্ষমতার কাঠামো দেখতে চাই, যাতে জনগণের অধিকারগুলো সংরক্ষিত থাকে, সেইজন্য আমরা নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি, গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই ধাপগুলো আমাদের জনতা নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে।"

তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, "যাতে আবারো কোন দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে, মানুষকে চুপ করিয়ে দিতে না পারে, অধিকার কেড়ে নিতে না পারে এবং সেই সংগ্রামে আপনাদের সবাইকে থাকার আহ্বান থাকল।"

 

 

 

সূত্র:https://tinyurl.com/u8ak3yv4

আফরোজা

×