ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মসজিদের পুকুরেই ঘটল ভয়াবহ ট্র্যাজেডি!

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:৩৯, ১৩ মে ২০২৫

মসজিদের পুকুরেই ঘটল ভয়াবহ ট্র্যাজেডি!

ছবি: জনকণ্ঠ

নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামুন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুরে এ ঘটনাটি ঘটে। নিহত মামুন পূর্ব বারইগ্রাম গ্রামের আবু বক্করের পুত্র।

জানা গেছে, মামুনের পিতা রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন। মঙ্গলবার বিকেলে সে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

এ অবস্থায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের পানিতে সন্ধান করলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। পরে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ

আরো পড়ুন  

×