
ছবি: সংগৃহীত
দিবস অর্থ দিন বা দিবা। দিবস শব্দটির প্রাথমিক অর্থ হলো একটি নির্দিষ্ট দিনের সম্পর্কে যেমন বিশেষভাবে আলোচনা হয় বা পালন করা হয়। এটি মূলত: সমাজ, রাষ্ট্র, সংস্কৃতিক বা ঐতিহাসিক ঘটনার স্মরণীয় দিনটি বোঝায়। উদাহরণস্বরূপ- স্বাধীনতা দিবস, বিশ্ব নারী দিবস, মে দিবস, মাতৃভাষা দিবস ইত্যাদি। দিবসগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন আলোচনা সভা, অধিবেশন, সেমিনার, স্টিকার, লিফলেট বিতরণ, পোস্টারিং ইত্যাদির ভেতর দিয়ে পালিত হয়ে থাকে।
বিশ্বব্যাপী প্রতিবছর বিভিন্ন দিনে বিভিন্ন "দিবস" অনুষ্ঠানিকভাবে পালিত হয়ে থাকে। বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবসসমূহের উদ্দেশ্য হলো- কোন একটি নির্দিষ্ট দিনে আন্তর্জাতিকভাবে সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি বা ক্ষেত্র বিশেষে কোনো অতীত ঘটনা স্মরণ করা। সাধারণত প্রতিটি দিবসেরই "প্রতিপাদ্য বিষয়" নির্ধারণ করা হয় যা দিবসটির তাৎপর্যকে সর্বসমক্ষে আরো গুরুত্ব ও অর্থবহ করে তোলে।
বাংলাদেশে পালিত আন্তর্জাতিক, বৈশ্বিক, সরকারি দিবস সমূহের একটি জুন মাসের তালিকা এখানে দেয়া হলো। দিবসগুলোর অধিকাংশই যথাযথভাবে পালিত হয় এবং হয়ে আসছে। কিছু কিছু দিবস বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাবলে, প্রতিহিংসাবসত রাজনৈতিক দলের ক্ষমতা চলাকালীন রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না।
নিম্নে ধারাবাহিকভাবে জুন মাসের দিবসসমূহের তালিকা:- ১লা জুন- বিশ্ব দুগ্ধ দিবস। ২রা জুন- আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। ৩রা জুন- বিশ্ব সাইকেল দিবস। ৪ঠা জুন- আন্তর্জাতিক নিপীড়িত/আগ্রাসনের৷৷ শিকার শিশু দিবস। ৫ই জুন- বিশ্ব পরিবেশ দিবস। ৬ই জুন- ইয়ো ইয়ো দিবস। ৭ই জুন- বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, ছয় দফা দিবস। ৮ই জুন- বিশ্ব মহাসাগর/সমুদ্র দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস। ৯ই জুন- আন্তর্জাতিক আর্কাইভ দিবস। ১০ই জুন- ভেষজ ও মসলা দিবস। ১১ই জুন- আন্তর্জাতিক খেলাধুলা দিবস। ১২ই জুন- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১৩ই জুন- নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস। ১৪ই জুন- বিশ্ব রক্তদাতা দিবস, মাগুর ছড়া দিবস। ১৫ই জুন- বিশ্ব বায়ু দিবস, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। ১৬ই জুন- সংবাদপত্রের কালো দিবস। ১৭ই জুন- বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। ১৮ই জুন- আন্তর্জাতিক পিকনিক দিবস। ১৯শে জুন- আন্তর্জাতিক সংঘাতে যৌন সহিংসতা নির্মূল দিবস। ২০শে জুন- বিশ্ব শরণার্থী দিবস। ২১শে জুন- আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্ব সংগীত দিবস। ২২শে জুন- আন্তর্জাতিক বিয়িং ইউ দিবস। ২৩শে জুন- আন্তর্জাতিক অলিম্পিক দিবস, পলাশী দিবস, আন্তর্জাতিক জনসেবা দিবস, পাবলিক সার্ভিস দিবস। ২৪শে জুন- জাতীয় প্যাচ দিবস। ২৫শে জুন- রঙ্গিন টিভি দিবস, নাবিক দিবস, বিশ্ব বিটলস দিবস, জাতীয় সিংহ দিবস। ২৬শে জুন- মাদক পাচার বিরোধী দিবস। ২৭শে জুন- বিশ্ব ডায়াবেটিস দিবস। ২৮ শে জুন- বিশ্ব বীমা সচেতন দিবস। ২৯ শে জুন- জাতীয় ক্রান্তীয় দিবস। ৩০ শে জুন- বিশ্ব গ্রহাণু দিবস।
আসুন আমরা সকলে প্রতিটি দিবসের প্রতি সম্মান জানাই, শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞ হই, সকলের প্রাপ্য মর্যাদা দেই, প্রতিবাদ করি, সকল প্রকার গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখি, আগে নিজেকে বদলাই, বদলে যাবে দেশ, বদলে যাবে সমগ্র বিশ্ব। দেশকে সামনে নিতে সকল প্রকার সহযোগিতা করি, প্রতিপাদ্য বিষয়কে আঁকড়ে ধরি। শুধুমাত্র দিবসের র্যালি, সেমিনার, আলোচনার সভার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে দিবসের করণীয় যথাযথভাবে রাষ্ট্রীয় নিয়ম শৃংখলায় পালন করি। করবো। এই হোক আমাদের অঙ্গীকার।
আসিফ