
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ শাইরা শারমিনকে মঙ্গলবার (১৩ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যেতে বাধা দেওয়া হয়েছে।
দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন থেকে তাকে আটকে দেওয়া হয়। চেক-ইন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করলেও ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি বলে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
শেখ শাইরা শারমিন ,শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং শেখ তন্ময়ের বড় বোন। শেখ হেলাল ও শেখ তন্ময় উভয়েই পতিত আওয়ামী লীগের বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য ছিলেন।
তবে কেন তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, সে বিষয়ে ইমিগ্রেশন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আফরোজা