ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

প্রকাশিত: ১৮:০৯, ১৩ মে ২০২৫

যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

ছ‌বি: সংগৃহীত

তীব্র দাবদাহে যখন দেশের জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হতে যাচ্ছে একটি সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম ‘শক্তি’। জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক পোস্টে জানান, ২৪ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে।

গবেষকের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘শক্তি’ ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের উড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে তিনি সতর্ক করেন।

ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম। এ নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ একদিকে দাবদাহের তাপ, অন্যদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা— দুটি বিপর্যয় একসঙ্গে সামলাতে হতে পারে উপকূলবাসীকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সময়মতো প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=-U1ze81_rxU

এম.কে.

×