ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইউপি সদস্যর হামলায় পাঁচ ছাত্রদল কর্মী আহত

প্রকাশিত: ১৮:০৩, ১৩ মে ২০২৫

ইউপি সদস্যর হামলায় পাঁচ ছাত্রদল কর্মী আহত

ছবিঃ সংগৃহীত

অন্যের জমিতে জোরপূর্বক ভেক্যু দিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদ করায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার হামলায় ছাত্রদলের পাঁচজন কর্মী আহত হয়েছেন। গুরুত্বর আহত দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামে।

হামলায় আহতরা হলেন-ছাত্রদল কর্মী সলেমান সরদার, আরিফ সরদার, জুয়েল হোসেন, ইমন ও বায়জিদ সরদার। 

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল কর্মী সলেমান সরদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে আমাদের জমিতে জোরপূর্বক ভেক্যু দিয়ে রাস্তা নির্মান কাজ শুরু করে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সোলায়মান মৃধা। 

জোরপূর্বক রাস্তা নির্মানে বাঁধা দেওয়ায় ইউপি সদস্য ও তার লোকজনে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাকে ও ছাত্রদল কর্মী আরিফকে কুপিয়ে জখম করে ইউপি সদস্য সোলায়মান। অপর তিনজনকে পিটিয়ে আহত করা হয়।

স্থানীয় একাধিক বিএনপি কর্মীরা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার তৎকালীন মেয়র হারিছুর রহমানের ঘনিষ্ট সহযোগী ছিলেন ইউপি সদস্য সোলায়মান মৃধা। হারিছুরের ক্ষমতার দাপটে সে (ইউপি সদস্য) এলাকায় রামরাজত্ব কায়েম করে রেখেছিলো। ৫ আগস্টের পর ভোলপাল্টে ইউপি সদস্য নিজেকে বিএনপি কর্মী দাবি করে এলাকায় একের পর এক অপকর্ম শুরু করেছে।

জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, আমি ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালাইনি। উল্টো তারা আমার ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি এবং আমার এক সমর্থক নওশাদ ফরাজী গুরুত্বর আহত হয়েছি। 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

আসিফ

×