
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রয়্যাল কোর্টে স্বাগত অনুষ্ঠানে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একসাথে খোলা আকাশের নিচে বিছানো বেগুনি কার্পেট পেরিয়ে মঞ্চের নিচে দাঁড়ান, তখন বাজতে থাকে ট্রাম্পেট।
মার্কিন জাতীয় সঙ্গীত চলাকালে ট্রাম্প স্যালুট করেন, এরপর সৌদি জাতীয় সঙ্গীতের সময় তিনি হাত পাশে নামিয়ে রাখেন।
পরবর্তীতে তিনি সৌদি আরবের অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে করমর্দন করেন।
এখানে লাল কার্পেটের বদলে বেগুনি কার্পেট ব্যবহার করাটা ছিল বিশেষভাবে লক্ষণীয়। ২০২১ সালে সৌদি সরকার ঘোষণা করে, তারা জাতীয় পরিচয় উদ্যাপনের অংশ হিসেবে বেগুনি রঙের কার্পেট ব্যবহার করবে। সরকারের ভাষ্যমতে, ল্যাভেন্ডার রঙ “বনফুলের প্রস্ফুটনের সাথে সম্পর্কযুক্ত” এবং “সৌদি আতিথেয়তার প্রতীক।”
সূত্র: https://edition.cnn.com/politics/live-news/trump-middle-east-news-05-13-25
এএইচএ