
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষ ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিডেনর। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তে স্পেনের সরকারি নীতিমালা ও তীব্র জনমতের চাপ বড় ভূমিকা রেখেছে।
গত মাসে আয়ারল্যান্ডের অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিচ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জানানো হয় যে ২০২৩ সালের আগস্ট থেকে ১০ মাসের মধ্যে সিডেনর ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IMI সিস্টেমসের কাছে ১,২০৭ টন ইস্পাত রপ্তানি করেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পেনজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এরপর মঙ্গলবার স্প্যানিশ সম্প্রচারমাধ্যম কাদেনা সার-এর খবরে জানানো হয়, বাস্কভিত্তিক সিডেনর এখন থেকে ইসরায়েলে কোনো ধরনের পণ্য রপ্তানি করবে না। ইউরোপের অন্যতম বৃহৎ বিশেষায়িত ইস্পাত প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসরায়েলের বাজার তাদের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশেরও কম, ফলে আর্থিকভাবে সিদ্ধান্তটি তেমন প্রভাব ফেলবে না।
স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন্দুই বলেন, “সিডেনর সামাজিক চাপের কাছে নতি স্বীকার করেছে”। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-তে তিনি আরও জানান, “আমরা এখনও স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি, যেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং ফিলিস্তিনি জনগণের গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে।”
কিন্তু, স্পেন সরকার জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। তবে বিভিন্ন তদন্তে দেখা গেছে, কিছু পুরোনো চুক্তি এখনো চালু রয়েছে।
সানজানা