ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিনে দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল: ট্রাম্প

প্রকাশিত: ১১:৩৯, ২ জুলাই ২০২৫

ফিলিস্তিনে দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল: ট্রাম্প

ছ‌বি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল— এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটাতে তারা সব পক্ষের সঙ্গে কাজ করছেন। তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলি তিনি প্রকাশ করেননি।

তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চূড়ান্ত চুক্তির প্রস্তাব কাতার ও মিসরের পক্ষ থেকেই দেওয়া হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।

এ সময় হামাসকে উদ্দেশ করে তিনি বলেন, “আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে। কারণ এর চেয়ে ভালো কোনো সুযোগ আর নাও আসতে পারে। বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। সেই সঙ্গে দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়।

এই ঘটনার পরদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধের কারণে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

যুদ্ধ বন্ধে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে। তবে ট্রাম্পের বক্তব্যের পরও হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এম.কে.

আরো পড়ুন  

×