ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ডেমোক্র্যাট প্রাইমারিতে জোহারান মামদানির যে চমক

প্রকাশিত: ১০:১১, ২ জুলাই ২০২৫

ডেমোক্র্যাট প্রাইমারিতে জোহারান মামদানির যে চমক

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন আমেরিকান বামপন্থার উদীয়মান তারকা জোহরান মামদানি। মঙ্গলবার (২ জুলাই) প্রকাশিত প্রাথমিক নির্বাচনের অফিসিয়াল ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

৩৩ বছর বয়সী, নিজেকে ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক ঘোষণা করা মামদানি তৃতীয় রাউন্ডের ভোটগণনায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে ৫৬ শতাংশ বনাম ৪৪ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

২৫ জুন অনুষ্ঠিত প্রাইমারি ভোটে কোনো প্রার্থী সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, নির্বাচন কর্মকর্তারা কম ভোট পাওয়া প্রার্থীদের বাদ দিয়ে র‍্যাঙ্কড-চয়েস পদ্ধতিতে পুনর্গণনা শুরু করেন। তবে মামদানি যখনই ৪৩ শতাংশ ভোট নিশ্চিত করেন, কুয়োমো পূর্ণ ফলাফলের জন্য অপেক্ষা না করে ভোটের রাতেই পরাজয় স্বীকার করেন। গভীরভাবে প্রো-ইসরায়েল অবস্থানে থাকা কুয়োমো শুরু থেকেই জনমত জরিপে এগিয়ে ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ কেন্দ্রীয় রাজনীতিকদের সমর্থনও তার ছিল।

ফল ঘোষণার পর মামদানি বলেন, “ডেমোক্র্যাটরা স্পষ্ট বার্তা দিয়েছেন—সুলভ শহর, ভবিষ্যতের রাজনীতি এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম নেতার পক্ষে তারা রায় দিয়েছেন।” উগান্ডায় দক্ষিণ এশীয় পরিবারের সন্তান হিসেবে জন্ম নেওয়া মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। নভেম্বরে সাধারণ নির্বাচনে জিতলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র।

বর্তমানে ভোটের সমীক্ষায় দেখা যাচ্ছে, মামদানি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন। ২০২১ সালে ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মামদানি ও অন্যরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসনকে অভিবাসন অভিযান চালানোর অনুমতি দিয়ে নিজের বিরুদ্ধে থাকা ফেডারেল দুর্নীতির মামলা মিটিয়ে নিয়েছেন অ্যাডামস। কুয়োমো এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের কথা ভাবছেন।

প্রার্থিতা ঘোষণার পর মামদানি এক ভিডিও বার্তায় বলেন, “কাজের মানুষের প্রয়োজনের ওপর ফোকাস করে আমরা রাজনৈতিক মানচিত্র নতুনভাবে একে দিয়েছি এবং সকলের প্রত্যাশা ভেঙে দিয়েছি—আমাদের নিজেদেরও।” তিনি বলেন, “যেসব ভোটারকে সবাই ভুলে গিয়েছিল, তাদের ফিরিয়ে আনতে হলে শুধু ভয়ের রাজনীতি নয়, তাদের জন্য ভোট দেওয়ার মতো আশা দিতে হবে।”

মামদানির বামপন্থী প্রস্তাবনা নিয়ে ডেমোক্র্যাটদের ভেতরে বিতর্ক চলছে—কেউ মনে করছেন তিনি অত্যাধিক বামপন্থী, আবার কেউ মনে করছেন এই নীতিই ট্রাম্পের MAGA রাজনীতিকে রুখতে কার্যকর সমাধান। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন, “আমার শোনা মতে, সে পুরো পাগল!”

মামদানির মতে, “আমরা যাদের ভোটের আশা করি না, তাদেরকেও ফিরিয়ে আনতে পারি—যদি তাদের জন্য কিছু করার প্রতিশ্রুতি দেই।” তিনি বলেন, “আমরা সবাইকে চমকে দিয়েছি—নিজেদেরও!”

আঁখি

×