ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি:গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥

প্রকাশিত: ২১:২৪, ২ জুলাই ২০২৫

বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি:গিয়াসউদ্দিন

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। উদার আহ্বান জানিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। যারা ভালো মানুষ, যারা বিএনপির আদর্শে-উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে বিশ্বাস করেন, তারা সবাই এ দলের (বিএনপির) সদস্য হতে পারবেন।

তিনি বলেন, এটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ। যারা এখনো সদস্য হননি, তাদের জন্য অনেক বড় সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা। কারণ আপনি বিশ টাকা দিয়ে এ আদর্শকে স্বীকৃতি দিয়ে যখনই একজন সদস্য হবেন, আপনি একজন দেশের বড় রাজনৈতিক দলের কর্মী হয়ে গেলেন। দলের একজন নেতা হয়ে গেলেন, আপনার কর্মক্ষেত্র হয়ে যাবে সারা বাংলাদেশ। আপনার সহকর্মী হয়ে যাবে লাখ লাখ, কোটি কোটি। আপনি যেখানেই যাবেন, গিয়ে পরিচয় দিবেন, যে জেলায় যাবেন আপনি পরিচয় দেয়ার সাথে সাথে আপনি অনেক সহযোদ্ধা পেয়ে যাবেন। আপনি সম্মানের দাবিদার হয়ে যাবেন।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধিরগঞ্জ থানা শাখার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম. আসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি. এইচ. তোফা প্রমুখ।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য। আবার ২৪’এ রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্রের জন্য। এখন সারা দেশবাসী চায় জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়ার জন্য। আপনারা জানেন এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে বিজয় লাভ করতে পারবে না, কোনো সম্ভাবনা নেই। জনগণ যাদের প্রতি আস্থা রাখতে পারে না। যাদের সাংগঠনিক ক্ষমতা সারা দেশব্যাপী নেই। যারা জানে তারা নির্বাচনে গেলে ক্ষমতায় আসতে পারবে না। সেই কারণে তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন রকম কর্মসূচির নামে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আফরোজা

×