ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফের চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৯ হাজার কর্মী!

প্রকাশিত: ২১:৩২, ২ জুলাই ২০২৫

ফের চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৯ হাজার কর্মী!

ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে প্রযুক্তি জগতে বড়সড় নাড়া — ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মাইক্রোসফট। সংস্থাটি ঘোষণা করেছে, তারা দ্বিতীয় দফায় বিশ্বব্যাপী প্রায় ৯,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। এই ছাঁটাইয়ের ঢেউ আছড়ে পড়বে সংস্থার বিক্রয় বিভাগ, এমনকি জনপ্রিয় এক্সবক্স ভিডিও গেম ইউনিটেও।

মাইক্রোসফটের এক বিবৃতিতে জানানো হয়েছে, “চলমান বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের সংগঠন ও টিমগুলিকে সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু রদবদল করছি আমরা।”

সংস্থাটি জানিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়ায় কর্মীসংখ্যার মাত্র ৪ শতাংশের কম প্রভাবিত হবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে মাইক্রোসফটের কর্মী সংখ্যা ছিল প্রায় ২,২৮,০০০। সেই হিসাবে, এই ছাঁটাইয়ে চাকরি হারাতে পারেন প্রায় ৯,০০০ জন।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রায় ৬,০০০ কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। তারও আগে ২০২৩ সালে একবারে ১০,০০০ কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি, যখন তারা এআই (AI)-কে কেন্দ্র করে ব্যবসায় বড়সড় রূপান্তর ঘটায়।

ইউরোপেও ছাঁটাইয়ের প্রভাব
ব্লুমবার্গ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের স্টকহোম ভিত্তিক 'কিং' গেমিং বিভাগ, যারা জনপ্রিয় Candy Crush গেম তৈরি করে, তারাও তাদের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে — প্রায় ২০০ জন। ইউরোপের আরও কিছু অফিস, যেমন ZeniMax, ইতিমধ্যেই কর্মীদের জানিয়ে দিচ্ছে ছাঁটাইয়ের খবর।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, ছোট ও মাঝারি আকারের ব্যবসার সঙ্গে সফটওয়্যার বিক্রির কাজ আগামী দিনে তৃতীয় পক্ষের সংস্থার মাধ্যমে পরিচালিত হবে।

মাইক্রোসফটের বক্তব্য, “আমরা নিয়মিতভাবে আমাদের কর্মীবিন্যাস পর্যালোচনা করি যাতে ভবিষ্যতের প্রবৃদ্ধির সঙ্গে আমাদের বিনিয়োগ সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে।”

মানবিক দিকটি
এই ছাঁটাই শুধু সংখ্যার হিসাব নয়—প্রত্যেকটি চাকরি হারানো মানে একজন মানুষের জীবনে এক নতুন অনিশ্চয়তা, এক মানসিক ধাক্কা। অনেকেই হয়তো পরিবার চালান, কেউ কেউ ঋণের দায়ে রয়েছেন। প্রযুক্তি জগতে হঠাৎ করে এই ধরনের পরিবর্তন কর্মীদের মনে উদ্বেগ তৈরি করছে। এমন পরিস্থিতিতে কর্পোরেট নীতিমালার পাশাপাশি মানবিক দিকটিকেও গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

মারিয়া

×