
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ ও কট্টরপন্থি আলেম আলিরেজা পানাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "যে ব্যক্তি খামেনিকে হত্যার হুমকি দেয় বা হত্যার চেষ্টা করে, সে মোহারেব — অর্থাৎ আল্লাহর শত্রু।" এই মন্তব্যের মাধ্যমে তিনি খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলাকে ধর্মীয়ভাবে অপরাধ বলে অভিহিত করেন।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পানাহিয়ান ইরানের শীর্ষ শিয়া আলেমদের সম্প্রতি জারি করা একটি ফতোয়ারও সমর্থন করেছেন, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ রয়েছে।
শিয়া ইসলামী আইন অনুযায়ী, কারও বিরুদ্ধে মোহারেব বা ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে ফতোয়া জারি করলে, তা কার্যকর করাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে গণ্য করা হয়।
শিহাব