
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়কারী হান্নান মাসউদ বলেছেন, "তারুণ্য যতদিন, দেশপ্রেম ততদিন।" বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২ জুলাই) বিকেল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, "এখন সময় তারুণ্যের। আপনারা খেয়াল করে দেখেন ৪২ বছর হলে সীমান্ত পাহারাদারের চাকরি থেকে বের করে দেওয়া হয়। একই বয়সে সেনাবাহিনীর চাকরি চলে যায়। কিন্তু নেতা- রাজনীতিবিদ? তারা থেকে যায়, থাকতে চায় আমৃত্যু। যাদের অনেকের ভাঙা ঘরবাড়ি ছিল তারাই ফ্যাসিবাদ কায়েম করে সম্পদের পাহাড় গড়েছে। জনগণের বরাদ্দকৃত অর্থ লুটপাট, চাঁদাবাজির টাকায় অট্টালিকা বানিয়েছে। জনগণের রক্ত চুষে খেয়েছে। আর সাধারণ জনগণ বঞ্চিতই থেকেছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া হবে না। এর পরিবর্তনের জন্য জুলাইয়ে আমরা ছাত্র জনতা রক্ত দিয়েছি। আপনারা জুলাই ভুলে যাইয়েন না। আপনারা অভিভাবক হিসেবে আমাদের পাশে দাঁড়ান। কাঙ্খিত পরিবর্তন না আসা পর্যন্ত আমরা প্রয়োজনে আবার রক্ত দেবো। আমাদের লক্ষ্য বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আমরা আগামী দিনে থাইল্যান্ড সিঙ্গাপুরের চেয়েও বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ।"
এসময় তিনি ২৬ কুড়িগ্রাম- ২ (কুড়িগ্রাম সদর, রাজার হাট ও ফুলবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে দলটির যুগ্ন আহ্বায়ক ড. আতিক মুজাহিদের নাম ঘোষণা করেন। ফুলবাড়ী তথা কুড়িগ্রাম- ২ আসনের সর্বস্তরের জনগণকে ড. আতিক মুজাহিদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভায় ড.আতিক মুজাহিদসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলীম