ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

স্ত্রী-সন্তানকে মাসে ৬ লাখ টাকা দিতে হবে, ক্রিকেটার শামিকে আদালতের

প্রকাশিত: ২০:২৮, ২ জুলাই ২০২৫

স্ত্রী-সন্তানকে মাসে ৬ লাখ টাকা দিতে হবে, ক্রিকেটার শামিকে আদালতের

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে মাসে ৬ লাখ টাকা (ভারতীয় রুপি ৪ লাখ) ভরণপোষণ দিতে নির্দেশ দিয়েছেন কলকাতার হাইকোর্ট। সাবেক স্ত্রী মডেল হাসিন জাহান এবং তাদের কন্যা আয়রার ভরণপোষণ সংক্রান্ত মামলায় এই রায় দেন আদালত।

২০১৪ সালে শামি-হাসিনের বিয়ে হয়। তবে ২০১৮ সালে নানা পারিবারিক ও ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে হাসিন জাহান ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫’-এর আওতায় ভরণপোষণের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন।

শুরুর দিকে আলিপুর জেলা আদালত মাসে ১.৩ লাখ রুপি ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিলেও, হাসিন সেই অর্থে সন্তুষ্ট ছিলেন না। মামলাটি গড়ায় উচ্চ আদালতে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় রায় দেন মাসে ভারতীয় রুপি ৪ লাখ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫.৭২ লাখ টাকা) দিতে হবে শামিকে।

শুনানিকালে হাসিনের আইনজীবী জানান, তাঁর মাসিক আয় মাত্র ১৬ হাজার রুপি যা একটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে আসে। এতে নিজে ও সন্তানকে নিয়ে জীবন চালানো সম্ভব নয়। তিনি যুক্তি দেন, শামি ও হাসিন বিয়ের পর "স্বচ্ছল ও উচ্চ মানের জীবনযাপনে অভ্যস্ত" ছিলেন, তাই সেই হিসেবেই ভরণপোষণ চাওয়া হয়েছে।

অন্যদিকে শামি বলেন, হাসিন একজন সফল মডেল এবং অভিনেত্রী, যিনি মাসে প্রায় ৫ লাখ রুপি আয় করেন। তাই এত বিশাল অঙ্কে ভরণপোষণ তার পক্ষে দেওয়া সম্ভব নয়।

তবে আদালত উভয়পক্ষের যুক্তি বিশ্লেষণ করে বলেন, "অতিরিক্ত কিংবা অল্প ক্ষতিপূরণ, কোনোটাই গ্রহণযোগ্য নয়। ব্যালেন্স থাকা উচিত।"

রায়ের পর প্রতিক্রিয়ায় হাসিন বলেন, "সাত বছর ধরে নিজের ও সন্তানের অধিকারের জন্য লড়েছি। অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজকের রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। সন্তানের জন্য ভালো শিক্ষা দিতে পারিনি, এখন হয়তো তা সম্ভব হবে।"

এই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই এটিকে নারীর অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

মিমিয়া

আরো পড়ুন  

×