ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ভোলা থেকে ঢাকায় যাওয়ার সময় আবারো ইন্ট্রাকোর গ্যাস সরবরাহের ১২ গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ২০:২৮, ২ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৮, ২ জুলাই ২০২৫

ভোলা থেকে ঢাকায় যাওয়ার সময় আবারো ইন্ট্রাকোর গ্যাস সরবরাহের ১২ গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা

ছবি: জনকণ্ঠ

আবারও সিলিন্ডারে করে গ্যাস ঢাকায় নেয়ার পথে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির গ্যাস বোঝাই ১২টি গাড়ি আটকে দিয়েছে পাঁচ দফা আন্দোলণকারী ছাত্র-জনতা। মঙ্গলবার রাতে ভোলা সরকারি স্কুল মাঠ ও ইলিশা সড়কের ভোটের ঘর এলাকায় গাড়িগুলো আটক করা হয়। বুধবারও গ্যাসবাহী গাড়িগুলো আটক অবস্থায় রয়েছে বলে জানান, আমরা ভোলাবাসী নামে সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ আমি।

আন্দলনকারীরা জানান, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, ভোলা - বরিশাল সেতু, ভোলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা স্থাপনসহ ৫ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ‘আমরা ভোলাবাসী’র ব্যানারে ছাত্র-জনতা। আন্দোলনকারীদের দাবি না মানা পর্যন্ত ভোলার গ্যাস অন্যত্র নিতে দিবে না বলে ঘোষণা দেয়া হয়। এর প্রেক্ষিত কয়েক দফা গাড়ি আটকের পর সর্বশেষ গত ২৪মে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির স্থানীয় ডিপো অফিসে তালা মেরে দেয়া হয়। এরপর গ্যাসবাহী গাড়ি বন্ধ রাখা হয়।

এদিকে মঙ্গলবার রাতে একযোগে ১২টি গাড়িতে করে গ্যাস ঢাকা নেয়ার পথে ছাত্র-জনতার বাধার মুখে পড়ে। তারা ঢাকাগামী ৭টি গাড়ি সরকারি স্কুল মাঠে ও ৫টি গাড়ি ইলিশা সড়কে আটকে রাখে। আন্দোলকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত গ্যাস সরবরাহ করতে দিবে না বলে ঘোষণা দেন।

আমরা ভোলাবাসী নামে সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ আমি বলেন, সরকারের কাছে আমাদের কয়েকটি দাবি রয়েছে। আমরা ভোলাবাসী ভোলার গ্যাস ভোলায় চাই। ভোলার গ্যাস দিয়ে ভোলায় ডেভলোপমেন্ট হউক। 
কিন্তু সেই দাবির কোন সমাধান হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইন্ট্রাকো কোনভাবেই গাড়িতে করে গ্যাস নিতে পারবেনা। 

আন্দোলনকারীরা বলেছেন, ভোলার গ্যাস ভোলায় দেয়া লাগবে। এটা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন। এটা সব মহলের জনগণের আন্দোলন। ভোলার গ্যাস ভোলায় দিয়ে তারা আমাদের কাছ থেকে গ্যাস নিবে বলে কমিটমেন্ট দিয়েছে। কিন্তু কাউকে না জানিয়ে আবার গ্যাস নিতে শুরু করেছে। তাই আমরা গ্যাসবাহী গাড়ি আটকে দিয়েছে। আগামী দিনে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার দায় ভার ইন্ট্রাকোকে নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

গ্যাস সরবরাহের জন্য ভোলা পৌরসভা ও বোরহানউদ্দিন পৌর এলাকায় সুন্দরবন গ্যাস কোম্পানি প্রায় ৫০ কিলোমিটার সংযোগ পাইপ বসিয়েছে। ওই লাইন দিয়ে প্রায় ২০ হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেয়া সম্ভব। মাত্র ২ হাজার ৩৫ জন গ্রাহককে সংযোগ দেয়ার পর বন্ধ ঘোষণা করে সরকার ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে কম দামে ঢাকা গাজীপুর নিয়ে ব্যবহার করছে। এ প্রক্রিয়াকে বৈষম্য বলে মনে করছেন স্থানীয়রা। বৈষম্য দূর করে ভোলার গ্যাস দিয়ে ভোলার উন্নয়নের জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন এলাকাবাসী। তার ধারাবাহিকতা মঙ্গলবার রাতের গাড়িগুলো আটক করা হয়।

এসময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

আবির

×