
একটি পথকুকুরের বাঁচাতে গিয়ে সামান্য কামড়; তাকে গুরুত্ব না দিয়ে ভ্যাকসিন নেননি ২২ বছর বয়সী প্রতিভাবান কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কি। পরে সেই কামড়ই হয়ে উঠল তাঁর মৃত্যুর কারণ। ভারতের উত্তর প্রদেশের বুলান্দশহর জেলায় এ ঘটনাটি ঘটেছে।
ব্রিজেশ রাজ্য পর্যায়ের সোনাজয়ী কাবাডি খেলোয়াড় ছিলেন এবং প্রো কাবাডি লিগে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবার ও কোচের মতে, প্রায় দুই মাস আগে তিনি একটি নালায় আটকে থাকা পথকুকুরছানাকে উদ্ধারের সময় হাতে একটি ছোট কামড় পান।
কোচ প্রভীন কুমার জানান, ব্রিজেশ ভেবেছিলেন সেটি সাধারণ কাবাডির অনুশীলনের আঘাত, তাই তিনি রেবিসের ভ্যাকসিন নেননি।
গত ২৬ জুন অনুশীলনের সময় ব্রিজেশ জানান তাঁর হাতে ঝিমঝিম অনুভব হচ্ছে। দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে নোইডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ভাই সন্দীপ কুমার বলেন, “হঠাৎ করেই জল দেখে ভয় পেতে শুরু করে, তখনই আমরা বুঝতে পারি এটি রেবিস হতে পারে। কিন্তু খুরজা, আলিগড় এমনকি দিল্লির সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়ায় আমরা বাধ্য হয়ে নোইডায় নিয়ে যাই।”
রেবিসের স্পষ্ট লক্ষণ হাইড্রোফোবিয়া (জলের ভয়) দেখা দিলেও শেষরক্ষা হয়নি। শনিবার faith healer-এর কাছে নেওয়ার পথে ব্রিজেশ মারা যান।
ব্রিজেশ ছিলেন পরিবারের তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন সোমবার, স্বাস্থ্য বিভাগ ফারানা গ্রামে ২৯ জনকে রেবিস ভ্যাকসিন দেয় এবং সচেতনতা কার্যক্রম শুরু করে।
জেলার সিএমও ড. সুনীল কুমার দোহরে বলেন, “যেকোনো কুকুর, বানর বা অন্যান্য প্রাণীর কামড়েই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। ব্রিজেশের মধ্যে রেবিসের সন্দেহভাজন উপসর্গ ছিল, পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।”
মিমিয়া