
ছবি: সংগৃহীত।
জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব মোকাবিলায় বিশ্বে প্রথমবারের মতো ‘জলবায়ু ভিসা’ চালু করেছে অস্ট্রেলিয়া। এই বিশেষ ভিসাধারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং শিক্ষার সুযোগ পাবেন।
প্রথম ধাপে এই ভিসার আওতায় সুযোগ পাচ্ছেন পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র টুভালুর নাগরিকরা। জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত এই দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ইতিমধ্যেই আবেদন করেছেন।
এ বছরের ১৮ জুলাই পর্যন্ত ভিসার জন্য আবেদন করা যাবে। তবে প্রতি বছর র্যান্ডম নির্বাচন পদ্ধতিতে মাত্র ২৮০ জন টুভালুর নাগরিককে এই ভিসা দেয়া হবে।
ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা অস্ট্রেলিয়ায় বসবাসের পাশাপাশি চাকরি, পড়াশোনা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ নাগরিকসুলভ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, টুভালু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে ভবিষ্যতে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। এই অবস্থায় ‘জলবায়ু ভিসা’ দেশটির জনগণের জন্য নতুন জীবন শুরু ও রেমিটেন্স অর্জনের পথ খুলে দিচ্ছে।
বিশ্বজুড়ে যেভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র হচ্ছে, তাতে করে এই ভিসা মডেল ভবিষ্যতে অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের জন্যও একটি নতুন আন্তর্জাতিক সমাধানের দিক দেখাতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা।
নুসরাত