
ছবিঃ সংগৃহীত
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক সম্প্রতি এক অনলাইন টকশোতে বলেন, বাংলাদেশের ইতিহাসে লাশের উপর নিত্য—এটা কখনো, কোনদিন কেউ দেখে নাই; কিন্তু আওয়ামী লীগ এটা আবিষ্কার করেছে।
ফয়জুল হক বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের ২৮শে অক্টোবরের লগি-বৈঠা। এটা কিন্তু আওয়ামী লীগ সংগঠনের নামেই সংগঠিত করা হয়েছে। আমরা সেই আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে চাই—যে আওয়ামী লীগ ২৮শে অক্টোবরের সেই সহিংসতা ঘটিয়েছিল। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সরাসরি সমাবেশ থেকে লগি-বৈঠা নিয়ে আন্দোলনে নামতে বলেছিলেন। এই ‘লগি-বৈঠা কালচার’ তারাই বাংলাদেশে শুরু করেছে। অন্য কোনো রাজনৈতিক দল কখনোই এমন কিছু করেনি।”
তিনি আরও বলেন, “শাপলার গণহত্যা এবং এই হত্যাকাণ্ডে যখন মিডিয়াগুলো কাভারেজ দিচ্ছিল, তখন সেই মিডিয়ার লাইভ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা মনে করতে পারবেন—বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশনসহ একাধিক চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও, সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রায় ২০০ জন মানুষকে হত্যা করা হয়—ডাইরেক্ট, পাখির মতো গুলি করে। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসির রায় দিলেন, তারপর সেই রায়ের বিরুদ্ধে মানুষের মুভমেন্টকে দমন করতে ২০০ মানুষকে হত্যা করলেন—এটা তো কোনো সুস্থ গণতান্ত্রিক শাসনব্যবস্থা হতে পারে না।”
সূত্রঃ https://www.facebook.com/satvnewsbd/videos/23969213852696676/
ইমরান