ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

স্বাধীন মত প্রকাশ ও স্বাধীন রাজনীতির চর্চা চলছে: মনির হায়দার

প্রকাশিত: ০২:০২, ১৪ মে ২০২৫

স্বাধীন মত প্রকাশ ও স্বাধীন রাজনীতির চর্চা চলছে: মনির হায়দার

ছবি: সংগৃহীত

আমরা সবাই মিলে জুলাই বিপ্লব করেছি, এই অভ্যুত্থান ঘটিয়েছি যেখানে সবাই স্বাধীন মত প্রকাশ করবে, স্বাধীনভাবে রাজনীতির চর্চা করবে। আমি মনে করি, সেটা চলছে এবং এটি স্বাভাবিক এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের সামনে যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটাই হচ্ছে মূল লক্ষ্য, সুতরাং সেরকম একটা সম্ভাবনা সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানান দেবে। তারা একটা অবস্থানে দাঁড়াবে, কারও পক্ষে বলবে, অন্য দলের সমালোচনাও করবে। আমি ব্যক্তিগতভাবে এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না।

এসএফ

আরো পড়ুন  

×