
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে জাতীয় সংগীতের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে 'সমবেত কণ্ঠে জাতীয় সংগীত' কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মোমবাতি প্রজ্বলন করেন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় তারা জাতীয় সংগীতের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসএফ