ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শাকিব খানের সাথে বিয়ে নিয়ে যা জানালেন অপু বিশ্বাস

প্রকাশিত: ২১:৫৩, ১৩ মে ২০২৫

শাকিব খানের সাথে বিয়ে নিয়ে যা জানালেন অপু বিশ্বাস

ছ‌বি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও পারিবারিক জীবনের অজানা কিছু অধ্যায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিয়ের পর প্রায় আট বছর এই সম্পর্ক গোপন রেখেই সংসার করেছেন তারা। এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়।

তবে ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস হঠাৎ করে পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে প্রকাশ করেন, শাকিব খানই তার সন্তানের পিতা এবং তারা বিবাহিত। এরপরই মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন শাকিব, কিন্তু অপু প্রকাশ্যে আনার পর সেই গোপন সম্পর্ক আর গোপন থাকেনি। অবশেষে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ের দিনটি ঠিক হয়েছিল বেশ পরিকল্পনার সঙ্গে। সে সময় তিনি মিরপুরের শাহ আলী মাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন। একটি সিনেমার শুটিং বন্ধ থাকায় তিনি বাড়িতে ছিলেন। শাকিব খান সেদিন গাড়িতে করে তার সঙ্গে দেখা করতে আসেন এবং একটি দিন বিয়ের জন্য ঠিক করেন।

অপু বলেন, “সেদিন ছিল শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন। ওর পরিবার সেখানে দাওয়াতে যাবে— এটা মাথায় রেখেই আমরা বুঝেছিলাম যে বাসাটা ফাঁকা থাকবে। আমার চাচাতো ভাই, উকিল বাবা, এমনকি আমার বোনও তখন বাংলাদেশে ছিল। এসব কিছু মাথায় রেখেই আমরা ১৮ এপ্রিল ২০০৮, শুক্রবার দিনটিকে বিয়ের জন্য চূড়ান্ত করি।”

সূত্র: https://youtube.com/shorts/Sm5ooolPlH8?si=McypxWCVIypz8Jef

এম.কে.

×