
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদ্যসের স্ত্রী রেশমা ইয়াসমিন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা ইয়াসমিন (৪০) উপজেলার শ্যামবাগাত গ্রামের এ.এ.এম শাহরিয়ারের স্ত্রী। তিনি একজন গৃহিণী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রেশমা ইয়াসমিন নিজ বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনার শিকার হন।
পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাক মীর জানান, মৃত রেশমা ইয়াসমিনের মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজু