ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০০:৫৩, ১৪ মে ২০২৫; আপডেট: ০০:৫৬, ১৪ মে ২০২৫

চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, শহরের গণকটুলি সুইপার কলোনীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ছয় তলা ভবনের বরাদ্দ থাকলেও পূর্বের রাজনৈতিক বাস্তবতায় তারা সেখানে উঠতে পারেনি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দ্রুততম পদক্ষেপে হরিজন সম্প্রদায়ের বাসস্থান দখলমুক্ত করে হস্তান্তর নিশ্চিত করা হয়।

চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1G7GpVvicy/

রিফাত

×