
ছবি: সংগৃহীত
গাজা সংকট নিয়ে সৌদি আরবে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার মানুষ আরো ভালো ভবিষ্যৎ ডিজার্ভ করে। তিনি জানান, ইসরায়েল-গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে তিনি কাজ করছেন।
হামাসের সমালোচনা করে ট্রাম্প বলেন, যতক্ষণ না তাদের নেতারা অপহরণ, নির্যাতন এবং নিরীহ নারী-পুরুষকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা বন্ধ করবেন, ততক্ষণ গাজাবাসীর জীবনমানের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, গাজার মানুষের যে রকম দুর্দশা—বিশ্বে আর কোথাও মানুষ এত খারাপভাবে নির্যাতিত হয় না।
তবে ট্রাম্প তার বক্তব্যে গত ১৮ মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেননি, যেগুলোতে অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অন্তত ৫২,৯০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ট্রাম্প এ সময় ইসরায়েলি-আমেরিকান বন্দি ইডান আলেকজান্ডারকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। হামাস সোমবার তাকে মুক্তি দেয়।
তিনি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর স্বাধীন পথচলার প্রশংসা করে বলেন, আপনারা নিজেরা নিজের পথ তৈরি করছেন, নিজস্ব স্বপ্ন নিয়ে এগোচ্ছেন।
ট্রাম্প বলেন, যেসব তথাকথিত ‘জাতি নির্মাতা’ ছিল, তারা গড়ে তুলেছে কম, ধ্বংস করেছে বেশি। যারা হস্তক্ষেপ করেছে, তারা এমন জটিল সমাজে পা রেখেছিল যাদের তারা বুঝতেই পারেনি।
এসএফ