ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: জুলাই আন্দোলনের শিশুযোদ্ধা রায়হান

প্রকাশিত: ০০:২০, ১৪ মে ২০২৫

আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: জুলাই আন্দোলনের শিশুযোদ্ধা রায়হান

ছ‌বি: সংগৃহীত

১৮ জুলাইয়ের উত্তাল আন্দোলনের দিন রাজধানীর রাস্তায় ককটেল আর টিয়ার গ্যাসের ঘনঘটায় যখন সবাই আতঙ্কে ছুটছিল, তখন ছোট্ট এক শিশু এক অভাবনীয় সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করে। তার নাম রায়হান। সে একাই হাতে তুলে নেয় ৫ বোতল পানি এবং ছুটে চলে আন্দোলনরত ভাইদের পাশে।

যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে যেখানে বড় বড় মানুষও পিছিয়ে যাচ্ছিল, রায়হান সেখানে দাঁড়িয়ে সবাইকে পানি খাওয়াচ্ছিল, চোখ-মুখ ধুয়ে দিচ্ছিলো, সাহস যোগাচ্ছিল।

ভয় পেয়েছে কি না এমন প্রশ্নে ছোট্ট রায়হানের চোখে ভয়ের কোনো ছায়া দেখা গেল না। নির্দ্বিধায় সে উত্তর দেয়, "আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।"

তবে সাহসিকতার এই গল্প এখানেই শেষ নয়। আন্দোলনের দিনেই সে নিজে গুলিবিদ্ধ হয়—  বুলেট লাগে তার শরীরে। কিন্তু অবাক করা বিষয় হলো, সে এই খবর ছয়দিন ধরে নিজের মায়ের কাছ থেকেও লুকিয়ে রাখে। একা একাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। এমন দৃঢ়তা, এমন আত্মসংযম একজন পরিণত যোদ্ধার কাছ থেকেও বিরল।

জুলাই আন্দোলনের এই ক্ষুদে সৈনিক শুধু একটি শিশু নয়, হয়ে উঠেছে হাজারো মানুষের অনুপ্রেরণা। সাহস, দায়িত্ববোধ ও দেশপ্রেম— সব মিলিয়ে রায়হান আজ আমাদের সময়ের এক সাহসী বীর।

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/16GcFGPndv/

×