ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত: ০৩:১২, ১৪ মে ২০২৫; আপডেট: ০৩:৩১, ১৪ মে ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে যান। তার ডান পায়ে ছুরিকাঘাত ছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

রাত দেড়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে সাম্য ছুরিকাহত হন। তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ বলেন, ছুরিকাঘাতে সাম্য নিহত হয়েছে। আমরা এখন হাসপাতালে আছি।

রাকিব

×