ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গুলিতে ঝাঁঝরা মেয়র পদপ্রার্থী

প্রকাশিত: ০২:৫১, ১৪ মে ২০২৫

গুলিতে ঝাঁঝরা মেয়র পদপ্রার্থী

ভোটের প্রচারের সময়ই খুন হলেন মেক্সিকোর শাসকদলের মেয়র পদপ্রার্থী। ইয়েসেনিয়া লারা গুতেরেস নামে ওই নেত্রীর পাশাপাশি তাঁর তিন সমর্থকও সোমবার ঘাতকের গুলিতে নিহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবুমের দল মোরেনা পার্টির জনপ্রিয় নেত্রী ছিলেন ইয়েসেনিয়া। ভেরাক্রুজ রাজ্যের টেক্সিস্টেপেক শহরের মেয়র নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল দল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সমর্থকদের নিয়ে মিছিল করার সময় ইয়েসেনিয়া এবং তাঁর সমর্থকদের নিশানা করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয়।

বামপন্থী দল মোরেনা পার্টির একটি সূত্রে জানাচ্ছে, এই হামলার নেপথ্যে মাফিয়া চক্রের ভূমিকা থাকতে পারে। ওই ঘটনায় দলের আরও তিন জন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে ভেরাক্রুজের গভর্নর রোসিও নালে জানিয়েছেন। প্রসঙ্গত, গত এপ্রিলে গেরেরো প্রদেশে এক মেয়র পদপ্রার্থীকে প্রচারের সময় গুলি করে খুন করা হয়েছিল। এর কয়েক দিন পরেই মিচোয়াকান প্রদেশের কোটিজা শহরের মেয়রকেও হত্যা করা হয়েছিল।

ফুয়াদ

আরো পড়ুন  

×