
বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম এবং নিবন্ধন স্থগিতের একদিন পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার।
মঙ্গলবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন কনক।
কনক তার পোস্টে বলেন, ‘বুঝলে ‘বুঝপাতা না হয় তেজপাতা …’
বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম এবং নিবন্ধন স্থগিতের একদিন পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।
কাকতালীয় ভাবে, বাংলাদেশে গুম-খুন গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধিন স্থগিত হওয়ার পরদিনই তার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের ঘটনা ঘটল! কেউ কেউ এ বিষয়টিকে ঐশি ইঙ্গিত বলেও মন্তব্য করছেন ।
সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে গর্ব করে দাবি করে বলেছিলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’
হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝেই দেশ ছেড়ে পালিয়েছিল তেমনি জয় ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝেই স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিবর্তন করলেন!
হে আওয়ামী নেতা-কর্মীগণ ‘বুঝলে ‘বুঝপাতা না হয় তেজপাতা …’
ফুয়াদ