
ছবি- পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্র দলের নেতৃবৃন্দ
তীব্র তাপদাহে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(১৩ মে) শহরের হাইস্কুল রোড এলাকায় এ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ছাত্রদলের নির্দশনায় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক (যুগ্ম আহ্বায়ক) মূনঈমুল ইসলাম মিরাজ,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না,কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ,বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম হাওলাদার,সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামুল ইসলাম,কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক জিহাদ মুন্সিসহ উপজেলার বিভিন্ন কলেজ ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথচারী আবুল হোসেন, রহিম উদ্দিন ও সেফালি বেগম অভিন্ন ভাবে বলেন, “প্রচন্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখন পথচারীদের মাঝে বিএনপির এই পানি ও খাবার স্যালাইন বিতরণ একটি ব্যতিক্রম উদ্যোগ ছিল। আমরা এ উদ্যেগকে সাধুবাদ জানাই। তাপদাহ চলাকালীন সময় পর্যন্ত যেন এ কার্যক্রম অব্যহত রাখা হয়।”
নোভা