ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইউটিউব বা কোর্স নয়, ধনী হতে চাইলে এই ৭টি কঠিন সত্য মেনে নিতে হবে

প্রকাশিত: ১৫:৪২, ১২ মে ২০২৫

ইউটিউব বা কোর্স নয়, ধনী হতে চাইলে এই ৭টি কঠিন সত্য মেনে নিতে হবে

ছবিঃ সংগৃহীত

আজকাল যেভাবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে “দ্রুত ধনী হবার” টিপস দেখানো হয়, তাতে অনেকেই ভুল ধারণা নিয়ে ফেলে। বাস্তবতা হলো, শুধু কিছু ভিডিও দেখে বা একটা কোর্স কিনে আপনি মিলিয়নেয়ার হতে পারবেন না। সত্যিকার অর্থে ধনী হতে হলে, নিজেকে বদলাতে হয়—চিন্তাভাবনা, অভ্যাস, জীবনযাত্রা—সবকিছুতেই পরিবর্তন আনতে হয়। আজ আমি আপনাকে বলবো এমন কিছু সত্যিকারের গুণ এবং অভ্যাসের কথা, যেগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি।

এই লেখাটি মন দিয়ে পড়ুন, কারণ এটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।

১. পরিষ্কার ও নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন
“আমি ধনী হতে চাই”—এই কথাটা বললে কিছু হবে না। বলুন, “আমি প্রতিদিন ২ ঘণ্টা করে একটা নতুন স্কিল শিখব যেটা ভবিষ্যতে আমাকে টাকা উপার্জনে সাহায্য করবে।” এটাই হলো বাস্তব লক্ষ্য। আরেকটা বিষয় ভাবুন—এই অর্থের পেছনে আপনার উদ্দেশ্য কী? শুধু টাকার জন্য দৌড়ালে আপনি হারিয়ে যেতে পারেন। অর্থের পেছনে থাকা উচিত উদ্দেশ্য—পরিবারের সঙ্গে সময় কাটানো, স্বাধীন জীবনযাপন, মানসিক শান্তি। অর্থ সেই স্বাধীনতার মাধ্যম, শেষ গন্তব্য নয়।

২. শেখা শুরু করুন—উচ্চমূল্য সম্পন্ন দক্ষতা
প্রতিদিনের কিছু সময় শেখার জন্য রাখুন। ইউটিউব, ফ্রি কোর্স, অনলাইন রিসোর্স—সবই এখন আপনার হাতে। ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন—এরকম অনেক কিছু আছে যা আপনি ঘরে বসেই শিখতে পারেন। সময় নেই বলবেন না—আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিই। সেই সময়টার কিছু অংশ শেখার জন্য ব্যবহার করুন।

৩. সময়ের গুরুত্ব বুঝুন, অপচয় বন্ধ করুন
আপনার প্রতিদিনের কাজগুলো খেয়াল করুন। কোন কোন কাজ আপনার ভবিষ্যতের জন্য উপকারী? কোনগুলো শুধু সময় নষ্ট করছে? অপ্রয়োজনীয় আড্ডা, ঘণ্টার পর ঘণ্টা ফোনে স্ক্রল করা—এসব বাদ দিন। প্রতিদিন রাতেই পরের দিনের একটা ছোট্ট প্ল্যান লিখে রাখুন। ৮টা কাজের তালিকা বানান, এবং সেগুলো শেষ করার জন্য নিজেকে দায়বদ্ধ রাখুন।

৪. কিছু অভ্যাস ছাড়তে হবে
ধনী হতে হলে কিছু কিছু আনন্দদায়ক জিনিস ছাড়তে হয়। প্রতিটি পার্টিতে যাওয়া, অ্যালকোহল খাওয়া, দেরিতে ঘুমানো—এসব আপনার লক্ষ্য অর্জনে বাঁধা তৈরি করে। নিজেকে ফোকাসে রাখতে হলে এসব থেকে দূরে থাকতে হবে। নিজের শরীর, ঘুম এবং স্বাস্থ্য—এসবকেও গুরুত্ব দিতে হবে। এগুলো না থাকলে টাকারও কোনো মূল্য থাকে না।

৫. যারা আপনাকে নিচে টানে, তাদের থেকে দূরে থাকুন
সবাই আপনার স্বপ্ন বুঝবে না। অনেকেই মুখে সাপোর্ট করবে, কিন্তু আপনি যখন সত্যিই অগ্রগতি করতে শুরু করবেন, তখন সেই সাপোর্ট গায়েব হয়ে যাবে। তাই এমন মানুষদের পাশে থাকুন যারা সত্যিই আপনাকে বিশ্বাস করে, উৎসাহ দেয়। আর যদি এমন কেউ না থাকে? একা থাকুন—নিজেকে ভালোবাসুন, সময় দিন। সময়মতো আপনি ঠিক সঠিক মানুষদের পাবেন।

৬. ধৈর্য ধরুন, ধারাবাহিক হোন
প্রথম দিনেই আপনি সফল হবেন না। কেউ হয় না। আমি নিজেও প্রথম অনলাইন ব্যবসা শুরু করে কোনো সেল পাইনি। হতাশ হয়েছিলাম, কিন্তু থামিনি। একটা কথা মনে রাখবেন—বিভ্রান্তি আসবে, ভুল হবে, কিন্তু সেখান থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিদিন একটু একটু করেই আপনি বড় অর্জনের দিকে এগিয়ে যাবেন।

৭. আপনার যা আছে, সেটাই যথেষ্ট
অনেক সময় আমরা ভাবি—"আমার যদি আরও টাকা থাকত", "ভালো ল্যাপটপ থাকত", "বাড়ি আলাদা থাকত"—তাহলেই শুরু করতাম। কিন্তু সত্যি কথা হলো, আপনি আজ যেটুকু নিয়ে আছেন, সেখান থেকেই শুরু করা সম্ভব। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সময়, সচেতন মন, শেখার ইচ্ছা।

আপনি এখনো বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, ভাবতে পারছেন, স্বপ্ন দেখতে পারছেন—এই জিনিসগুলোই সবচেয়ে বড় আশীর্বাদ। সেগুলোর মূল্য দিন, এবং সেগুলোকে ভিত্তি করে এগিয়ে যান।


সবশেষে বলি, আপনি যদি এখনো পর্যন্ত এই লেখাটি পড়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই একজন আগ্রহী মানুষ, এবং আমি আপনাকে বলছি—আপনি পারবেন। আপনাকে কেউ বিশ্বাস না করলেও, আমি করি। আপনি নিজের জীবনের মূল চালক। আপনার হাতে সময় আছে, সুযোগ আছে। শুধু সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি আর অপেক্ষা করবেন না।
 

মারিয়া

×