
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর একটি ঐতিহাসিক বক্তব্য নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে দেশের মানুষকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তবে তার বার্তা স্পষ্ট করেন নি।
জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, আমি তাদেরকে বলেছি, আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেওয়া, সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
এই বক্তব্য মূলত আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দিয়েছিলেন, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘিরে দেশজুড়ে উত্তেজনা চলছিল এবং জামায়াতের বিভিন্ন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার চলছিল।
ফারুক