ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফেনীতে নদীতে ফিক্সড জাল বসিয়ে মাছ ধরায় ৪ জনকে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৭:৫৩, ১২ মে ২০২৫

ফেনীতে নদীতে ফিক্সড জাল বসিয়ে মাছ ধরায় ৪ জনকে জরিমানা ও কারাদণ্ড

ছ‌বি: সংগৃহীত

ফেনী সদর থানার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনের প্রত্যেককে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ১০০০ টাকা ও বাকি তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে সদর ভ্রাম্যমান আদালতের বিচারক এ আদেশ দেন। 

দন্ডিতরা হচ্ছে -
১. আবুল হোসেন প্রকাশ কালা মিয়া (৪৫), পিতা: দেলোয়ার হোসেন, টঙ্গীরপাড়, ছনুয়া—৩ মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা

২. আবদুল জব্বার (৪৫), পিতা: আবদুল ছাত্তার, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা—৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা

৩. আল আমিন (৩০), পিতা: মৃত আব্দুর রাশীদ, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা—৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা

৪. মো: সবুজ মিয়া (৫০), পিতা: মোঃ আবদুল সোবহান, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা—৩ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা

পরে জালটি অবৈধ হওয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

অভিযানে সদর উপজেলা মৎস কর্মকর্তা উজ্জ্বল বণিক, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এএইচএ

আরো পড়ুন  

×