ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা

প্রকাশিত: ১২:৩৭, ১১ মে ২০২৫

জাফলংয়ের সেই মাঠ মোদিকে কেন দিয়েছিল শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

সিলেটের জাফলংয়ে সীমান্তবর্তী নলজুরী এলাকায় বৃহস্পতিবার আকস্মিকভাবে মাঠ দখলের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ক্রিকেট খেলারত অবস্থায় স্থানীয় যুবকদের ওপর বন্দুক তাক করে তাদের সরে যাওয়ার হুমকি দেয় বিএসএফ সদস্যরা। তবে প্রাণের ঝুঁকি নিয়েও মাঠ রক্ষায় রুখে দাঁড়ান স্থানীয়রা, সফলভাবে ভারতীয় বাহিনীকে পিছু হটাতে সক্ষম হন তারা।

স্থানীয়দের অভিযোগ, নলজুরী এলাকার এই মাঠটি ২০১৫ সালের সীমান্ত চুক্তির অজুহাতে ভারতের দাবি করা হচ্ছে। একজন যুবক বলেন, "যদি শেখ হাসিনা সত্যিই ২০১৫ সালে এই জায়গা ভারতকে দিয়ে থাকেন, তবে সেই সময়েই মাপজোক ও পিলার স্থাপন হতো। এখন ২০২৫ সালে এসে হঠাৎ করে এই জায়গা দখলের চেষ্টা কেন?" তিনি আরও জানান, "আমরা আমাদের দেশ, আমাদের মাঠ রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়েও তাদের প্রতিরোধ করেছি।"

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলংয়ের নলজুরী এলাকাটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রিয় খেলাধুলার স্থান। সবুজ মাঠ, পাহাড় ও ঝরনাবেষ্টিত পরিবেশে নিয়মিত ক্রিকেট খেলেন স্থানীয় যুবকরা। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এভাবে সীমান্ত এলাকায় বিএসএফের আগ্রাসী অবস্থান স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সরকারি হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=U6kfV1gBvu4

এএইচএ

×