ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মস্তিষ্কে আঘাত পেলে

ডা. হারাধন দেবনাথ

প্রকাশিত: ২১:৩৩, ১২ মে ২০২৫

মস্তিষ্কে আঘাত পেলে

ব্রেইনে আঘাত

বাংলাদেশে প্রতিবছর কতজন ব্রেইনে আঘাত লেগে হাসপাতালে ভর্তি হয়, তার সুনির্দিষ্ট জরিপ নেই। সড়ক দুর্ঘটনায় ব্রিটেনে প্রতিবছর প্রতি লাখে তিনশ লোক হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে প্রতিলাখে ৯ জন মারা যায়।
এর প্রধান কারণ হলো সড়ক দুর্ঘটনা। ওপর থেকে পড়ে যাওয়া, assault, খেলাধুলা, কাজ করতে গিয়ে পড়ে যাওয়া ইত্যাদি।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক আইন মেনে না চলা, মদ্যপান করে গাড়ি চালানো, হেলমেট না পড়ে মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেল আরোহীর ট্রাফিক আইন মেনে না চলা। Brain Injury দুধরনের- focal ও diffuse। Brain Damage দুভাবে হয়ে থাকে-primary injury ও secondary injury| Direct মাথায় আঘাতের জন্য যে brain damage হয়, তার নাম primary injury। মাথায় আঘাতের পর brain-এ রক্তক্ষরণের ফলে brain herniation হলে বা brain ফুলে গেলে তার নাম ংecondary injury।

আবার Severity অনুযায়ী brain injury তিন ধরনের- minor injury, moderate injury ও severe injury. আঘাতে brain-এর সম্পূর্ণ অংশ যদি damage হয়, তাহলে তাকে diffuse axonal injury বলে। রোগ চেনার জন্য রোগীর আঘাতের history নিতে হবে, clinical examination করতে হবে। রোগ নির্ণয়ের জন্য CT scan of brain ও ঘাড়ের আঘাত দেখার জন্য x-ray of Cervical Spine করতে হবে।

মাথায় আঘাতের পর রোগীর অজ্ঞান হয়ে যাওয়া, বমি হওয়া, নাক দিয়ে রক্ত বা পানি আসা, কান দিয়ে রক্ত বা পানি আসা, মারাত্মক আঘাতের লক্ষণ। রোগী অজ্ঞান হলে রোগীকে হাসপাতালে নিতে হবে। পরবর্তীকালে নিউরোসার্জারি বিভাগে সুচিকিৎসার জন্য পাঠাতে হবে। নৎধরহ-এ বেশি রক্তক্ষরণ হলে অপারেশন করাতে হবে।

লেখক : অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ  মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ,
চেম্বার : ধানমন্ডি ল্যাবএইড হসপিটাল, ঢাকা। ০১৭১১৩৫৪১২০

×