ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

টাইগার ক্রিকেটের সঙ্গী হয়ে রোমাঞ্চিত টেইট

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪৮, ১৩ মে ২০২৫

টাইগার ক্রিকেটের সঙ্গী হয়ে রোমাঞ্চিত টেইট

সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট

অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে সাকল্যের উইকেট ৯৫টিÑ শন টেইটের নামটি নিশ্চই কিংবদন্তিদের কাতারে থাকবে না। তবে ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত সেই ছয় বছর সময়ের অন্যতম আকর্ষণীয় আর দ্রুতগতির ডানহাতি এক ফাস্ট বোলার তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা নিবিড়।

নিজে যেমন বিপিএলে খেলে গেছেন, তেমিন সর্বশেষ আসরেই কোচ হিসেবে চিটাগং কিংসকে তুলেছিলেন ফাইনালে। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকাকে এবার পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার ক্রিকেটে নতুন যাত্রার সঙ্গী হতে পেরে টেইটের যেন রোমাঞ্চের শেষ নেই, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন, খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলারদের নিয়ে, যা দারুণ। আমি রোমাঞ্চিত।’
গত বছর মার্চ থেকে পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস। সোমবার বিকেলে তার আনুষ্ঠানিক বিদায়ের ঘণ্টা না পেরোতেই টেইটের নাম ঘোষণা করে বিসিবি। ৪২ বছর বয়সী টেইট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। বিপিএল ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে। কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটেও।

শুধু রোমাঞ্চ নয়, বিসিবির পাঠানো বার্তায় নিজের দায়িত্বের কথাও উল্লেখ করেছেন টেইট,‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভা থেকে যেন ফল মেলে। এখানে ফাস্ট বোলিং গ্রুপকে নিয়ে আমার মনোযোগ থাকবে সেদিকেই এবং আরও বেশি যেটা গুরুত্বপূর্ণ, দলের জন্য জয় বয়ে আনা।’ সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

টেইটের খেলোয়াড়ি জীবন খুব সমৃদ্ধ ছিল না। অনেক সম্ভাবনা নিয়ে শুরুর পরও দীর্ঘদিন খেলতে পারেননি পিছু না ছাড়া একের পর এক চোটের কারণে। বল হাতে খুব স্মরণীয় কিছু না করলেও ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছেন তিনি গতির কারণে। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি। 
বাংলাদেশের পেস বোলিং বিভাগ এখন দারুণ শক্তিশালী। সমীহ জাগানো। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসার প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন নিয়মিত। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে তাই তর সইছে না টেইটের,‘অনেক তরুণ প্রতিভাবান পেসার রয়েছে (বাংলাদেশের)। এখানে সবাই ফল চায়। আমারও মনোযোগ সেদিকেই। যত বেশি পারি, জয় এনে দিতে চাই।

×