
টেস্ট ক্রিকেটের রঙিন অধ্যায়ে ইতি টানলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। এক আবেগঘন বার্তায় সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
"টেস্ট ক্রিকেটে প্রথমবার 'বাগি ব্লু' গায়ে চাপিয়েছিলাম আজ থেকে ১৪ বছর আগে। তখন ভাবতেই পারিনি, এই ফরম্যাট আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে। এই পথচলা আমাকে পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে, এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব," লিখেছেন কোহলি।
তিনি আরও লিখেছেন, "সাদা পোশাকে খেলা মানেই এক নিঃশব্দ সংগ্রাম। দীর্ঘ দিনের লড়াই, এমন সব মুহূর্তের অংশ হওয়া, যেগুলো দর্শকরা দেখেন না, কিন্তু খেলোয়াড়দের জীবনে চিরকাল গেঁথে থাকে। এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানো সহজ নয়, কিন্তু মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি যা কিছু দিতে পেরেছি, তার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি আমি। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছিএই খেলাটার জন্য, যারা মাঠে আমার পাশে ছিল তাদের জন্য, আর প্রতিটি মানুষ যারা আমাকে দেখা ও অনুভব করার সুযোগ দিয়েছে তাদের জন্য। আমার টেস্ট ক্যারিয়ারকে আমি সবসময় হাসিমুখে স্মরণ করব।"
৩৬ বছর বয়সী কোহলি ১২৩টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৯,২৩০ রান করেছেন, গড় ছিল প্রায় ৪৬.৮৫। রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি। ৬৮টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন ভারতকে, আর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়ে।
শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর মানসিকতা, অনন্য ফিটনেস, এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি এই সব কিছু মিলিয়ে কোহলি গড়ে তুলেছেন এক অনন্য ব্যক্তিত্ব।
অবসরের আগেই গুঞ্জন উঠেছিল, ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের বড় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই-এর সঙ্গে দীর্ঘ এক মাস ধরেই এ নিয়ে আলাপ চলছিল তাঁর। আর সেই আলোচনারই চূড়ান্ত রূপ পেল সোমবার তাঁর অবসরের ঘোষণায়।
যদিও সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে কোহলির পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছিল, তবে তার আগে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেছেন, আর রেখে গেছেন এক অতুলনীয় টেস্ট ক্যারিয়ার, যা অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে।
সূত্র:https://tinyurl.com/crfjjxph
আফরোজা