
.
স্প্যানিশ লা লিগার ভাগ্য নির্ধারণী এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
এবারের লা লিগার শিরোপা কার ঘরে শোভা পাবে এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। বর্তমানে ৩৪টি করে ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বার্সা। অন্যদিকে সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এই দল দু’টির নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে। যে কারণে শিরোপা লড়াই দুই প্রধান দল রিয়াল ও বার্সা কেন্দ্রিক হয়ে গেছে। আজকের লড়াইয়ে নড়বড়ে রিয়ালকে হারাতে পারলেই শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে বার্সার। অন্যদিকে রিয়াল জয় পেলে ট্রফির লড়াই দারুণভাবে জমে উঠবে। কেননা তখন দু’দলের মধ্যে পয়েন্টের ব্যবধান হয়ে যাবে মাত্র ১। সেক্ষেত্রে লিগের বাকি তিনটি করে ম্যাচের ওপর নির্ভর করবে কারা হাসবে শেষ হাসি।
এবারের মৌসুমটা রিয়ালের ইতিহাসেরই অন্যতম বাজে যাচ্ছে। ইতোমধ্যে গ্যালাক্টিকোদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শেষ হয়েছে। স্প্যানিশ কোপা দেল রেতেও ফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে। এই মৌসুমে রিয়াল তাই এখনো খালি হাতে বসে আছে। শেষ আশা লা লিগা। সেটাও শেষ হয়ে যেতে পারে আজ ক্লাসিকোতে হেরে গেলে। সাম্প্রতিক ইতিহাস বলছে, এল ক্লাসিকোতে এখন হারই নিয়তি রিয়ালের। এক নয়, দুই নয়, তিনবার এই মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২। তবে খেলাটা বার্সার মাঠে হবে বলে আশাবাদী হতে পারে রিয়াল! ইতিহাস তেমনই বলছে। বার্সেলোনার মাঠে শেষ পাঁচটা ক্লাসিকোতে চারবার জিতেছে রিয়াল। দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়, তিনটা ড্র রিয়ালের। এজন্যই আশাবাদী হতে পারেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি!
শেষবার যখন এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দু’দল তখন রেফারিকে নিয়ে চরম নাটকীয়তার জন্ম দিয়েছিল মাদ্রিদ। কোপা দেল রে’র ফাইনাল পর্যন্ত বয়কট করার হুমকি দিয়েছিল তারা। এবার চূড়ান্ত হয়েছে চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোর রেফারির নাম। মৌসুমের শেষ ক্লাসিকোতে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ। ৪২ বছর বয়সী এই রেফারি গত ছয় বছর কোনো এল ক্লাসিকো ম্যাচের দায়িত্ব পাননি। এবারই প্রথম এবং সবমিলিয়ে পঞ্চমবার তিনি ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন। আলেজান্দ্রো হার্নান্দেজের অধীনে আগের চারটি ক্লাসিকোর সবশেষ দুটি ড্র হয়। এ ছাড়া একটি করে জয় পায় বার্সেলোনা ও রিয়াল। অন্যদিকে রেফারি ঘোষণার পরই রিয়াল মাদ্রিদ টিভি রেফারি হার্নান্দেজকে নিয়ে অতীত পরিসংখ্যান তুলে ধরেছে। যেখানে এই রেফারির প্রতি তাদের নেতিবাচক প্রতিক্রিয়া স্পষ্ট।
রিয়াল মাদ্রিদ টিভির এক প্রতিবেদনে বলা হয়, তার অধীনে হওয়া ম্যাচগুলোয় রিয়ালের জয়ের হার বেশ বাজে। তিনি মোট ১০টি ম্যাচ পরিচালনা করেন লস ব্লাঙ্কোসদের। এর মধ্যে তারা ৫৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। সবশেষ ছয় ম্যাচে জয় মাত্র দুটি। সবশেষ চার ম্যাচেই তিনি গুরুতর ভুল করেছেন। এমনকি তার সিদ্ধান্ত ম্যাচের ফলাফলেও প্রভাব রেখেছে। আজকের ক্লাসিকোয় ভিএআরের দায়িত্বে থাকবেন জুয়ান মার্টিনেজ মুনুয়েরা। তাকে নিয়েও আপত্তি আছে মাদ্রিদের।