ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আমিরাত যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তান সফর নিয়ে চলছে আলোচনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩২, ১০ মে ২০২৫

পাকিস্তান সফর নিয়ে চলছে আলোচনা

.


যুদ্ধাবস্থায় পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। ইতোমধ্যে দেশ দুটির ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টি২০ সিরিজ খেলতে আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। পাকিস্তানে যেহেতু পিএসএল বন্ধ হয়ে গেছে তাই এই সিরিজটাও যে আপাতত হচ্ছে না সেটি নিশ্চিত। তবে শনিবার হোম অব ক্রিকেট মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বোর্ড প্রেসিডেন্ট ও পরিচালকদের সভা শেষে এক বার্তায় জনানো হয়েছে, সফরটি এখনই বাতিল হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো সিরিজ আয়োজনে আশাবাদী। নতুন সিডিউলে সেটি তৃতীয় কোনো দেশেও সরে যেতে পারে। তবে টাইগারদের আসন্ন আমিরাত সফর হবে বলে জানানো হয়েছে। দেশটির বোর্ড কর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বিসিবির।
পূর্বের সিডিউল অনুযায়ী ১৪ মে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। শারজায় স্বাগতিকদের সঙ্গে দুই টি২০ ১৭ ও ১৯ মে।  সিরিজ খেলে সেখান থেকেই লিটন-মেহেদিদের পাকিস্তানে যাওয়ার কথা; ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত লাহোর ও ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। কিন্তু বর্তমান যুদ্ধাবস্থায় বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। এ নিয়েই বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালকরা জরুরি সভায় বসেন। সেখানে এখনই সফর স্থগিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি চাইছে আরও কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতের আঁচ ভালোভাবেই টের পাচ্ছে ক্রিকেট। এরই মধ্যে স্থগিত হয়ে গেছে আইপিএল ও পিএসএলের খেলা। উদ্ভূত এই পরিস্থিতিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে না ভারত, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে প্রয়োজন পড়লে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) ওই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে। ফলে ভারতের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে বাতিল হতে পারে এই বছরের এশিয়া কাপও।
জুনের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ভারতের। এক সপ্তাহ পর ফের শুরু হলে ইংল্যান্ড সফরের আগেই অবশ্য শেষ হয়ে যাবে আইপিএল। কিন্তু সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কোনো কিছুরই আপাতত নিশ্চয়তা নেই। আগস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না বিসিসিআই। ভারতের আগস্টের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি গত মাসে ঘোষণা করেছিল বিসিবি। তিন ওয়ানডে ও তিন টি২০ খেলতে ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে ১৭ আগস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ আগস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ আগস্ট। এরপর টি২০ সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে, ২৬ আগস্ট। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ আগস্ট। তবে সবই এখন অনিশ্চিত।

×