
ছবি: সংগৃহীত
দেশজুড়ে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। মে মাসের শুরুটা তুলনামূলকভাবে সহনীয় হলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা হঠাৎই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। শুক্রবার তা অসহনীয় পর্যায়ে পৌঁছায়, যা শনিবারও অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ রোববার (১১ মে) দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। দেশের কিছু কিছু অঞ্চলে তাপপ্রবাহ তীব্র আকারও ধারণ করতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রোববার রাতে সামান্য তাপমাত্রা বাড়লেও সোমবার (১২ মে) থেকে তাপমাত্রা কমতে পারে। সেইসঙ্গে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্তমানে দেশের বহু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে। তবে কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হবে।
এসএফ