ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তাপমাত্রার চরম উত্তাপ, বৃষ্টির সম্ভাবনা কবে?

প্রকাশিত: ২১:১৬, ৯ মে ২০২৫

তাপমাত্রার চরম উত্তাপ, বৃষ্টির সম্ভাবনা কবে?

দেশের বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বইছে, যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে, এরপর বৃষ্টি নামতে পারে।

এই তীব্র গরমের কারণে চুয়াডাঙ্গায় সকাল থেকে শুরু হয় তীব্র গরমের অনুভূতি। দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে বের হওয়া মানুষদের ছাতা নিয়ে চলতে হচ্ছে। শ্রমিক, ভ্যান রিকশাচালকসহ সাধারণ মানুষ এই গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন। এমন গরমে তাদের জীবনযাত্রা চালানো অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কাজ করার জন্য অস্থির হয়ে পড়তে হচ্ছে।

মেহেরপুরে শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও দিনাজপুরে তাপমাত্রা যথাক্রমে ৩৭.৯ ও ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৩৭ শতাংশ, যা অসুস্থতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের মধ্যে গরমের কারণে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেয়েছে।

সাগর নিকটবর্তী কুয়াকাটায়ও মৃদু তাপ প্রবাহ চলছে। সেখানে শুক্রবার তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা সেখানকার বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গরমের কারণে লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন কম, এবং শিশু ও বয়স্করা বিশেষভাবে অসুস্থ হয়ে পড়ছে।

এই তীব্র গরমের মাঝে বৃষ্টিপাত হলে জনসাধারণের কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=-a5n2lQ3zu0

রাজু

×