
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলে এসে বাধার মুখে পড়ে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের নলজুরী আমস্বপ্ন সীমান্তে ১২৭৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার নলজুরী আমস্বপ্ন সীমান্তে বাংলাদেশের খেলার মাঠ জরিপ করতে আসে বিএসএফ সদস্যরা। এসময় মাঠের কিছু অংশ তারা নিজেদের দাবি করেন। এ খবরে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ অবস্থায় জরিপ কাজ না করেই ফিরে যায় বিএসএফ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একদল বাংলাদেশি বাঁশ হাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং একপর্যায়ে তাদের ধাওয়াও করছেন। ভিডিওতে স্পষ্ট শোনা যায়, একজন বাংলাদেশি বিএসএফকে উদ্দেশ করে বলেন, ‘এই পাশে এখন হাসিনা নাই। আপনাদের ইচ্ছেমতো কিছু হবে না।’
এদিকে, চলমান ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ৭ মে ভোরে ভারতীয় সীমান্তরক্ষীরা ৬৬ জন নাগরিককে বাংলাদেশি দাবি করে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’ করে দেয়।
এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, ‘আমরা প্রতিটি কেস যাচাই করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।’
রাকিব