ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করা কে এই নারী স্কোয়াড্রন লিডার?

প্রকাশিত: ০৫:৪৭, ১০ মে ২০২৫

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করা কে এই নারী স্কোয়াড্রন লিডার?

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ ভারত রাশিয়া ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন রাফাল, মিগ-২৯, সুখোই-৩০ ও মিরাজ নিয়ে গড়ে তুলেছে একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী। কিন্তু এই আধিপত্যের দম্ভে আকাশ নিয়ন্ত্রণের স্বপ্ন দেখলেও বাস্তবতা মাঝে মাঝে তীব্র ধাক্কা হয়ে হাজির হয়। তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছে কাশ্মীর সীমান্ত, যেখানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে জ্বলে উঠেছিল এক সাহসী নারীর নাম—স্কোয়াড্রন লিডার আয়েশা।

কাশ্মীর সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান যখন আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল, তখনই পাকিস্তানি আকাশে উদিত হয় স্কোয়াড্রন লিডার আয়েশার নাম। নিখুঁত লক্ষ্যভেদে তিনি ভূপাতিত করেন ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। বিশ্ব গণমাধ্যমে রাতারাতি আলোচিত হয়ে ওঠেন তিনি।

এই ঘটনা কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি ছিল নারীর সক্ষমতা, সামরিক শৃঙ্খলা ও পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক। আন্তর্জাতিক বিশ্লেষকরা আয়েশার বীরত্বের প্রশংসা করেছেন, আর পাকিস্তান সরকার তাকে জাতীয় সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে।

আয়েশার গল্প শুরু হয় ২০১৩ সালে, যখন তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে যাত্রা শুরু করেন। পাঞ্জাবের বাহাওয়ালপুরের ছিপছিপে গড়নের এই তরুণীর পেছনে ছিল না কোনো শক্তিশালী পরিবার কিংবা সামরিক ব্যাকগ্রাউন্ড। বাবা না থাকা এবং অশিক্ষিত মায়ের আপত্তির মাঝেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন তিনি।

আয়েশা এখন শুধুমাত্র পাকিস্তানের স্কোয়াড্রন লিডার নন—তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা। তিনি যেন প্রমাণ করলেন, শুধু স্বপ্ন নয়, বাস্তবতাতেও নারীরা আকাশ ছুঁতে পারে সাহস, নিষ্ঠা ও সক্ষমতার মাধ্যমে।

রাকিব

×