
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার ডিব্বার এলাকায় একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভারতের সংবাদ সংস্থা ANI একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে সাইরেন বাজানো হয় এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
তবে এই খবর এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল–জাজিরা বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম।ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
প্রসঙ্গত, আজ ভোরেই পাকিস্তানের সেনাবাহিনী ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে ভারতবিরোধী পাল্টা হামলা শুরু করার ঘোষণা দেয়। এর পরপরই ভারতীয় ভূখণ্ডে বিস্ফোরণ ও সাইরেন শোনা যাচ্ছে বলে দাবি করেছে বিভিন্ন সূত্র।
এসএফ