
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করেই এখনও দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ছে—এমন মন্তব্য করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল ড. অলি আহমেদ বলেন, চুপ্পুর ব্যাপারে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, “চুপ্পু এখনও ক্ষমতায় আছেন বলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দিন দিন বাড়ছে এবং তারা দেশে অশান্তি সৃষ্টি করে চলেছে।”
শনিবার এক বিবৃতিতে ড. অলি বলেন, রাষ্ট্রপতির পদে একজন “স্বীকৃত দুর্নীতিবাজ, বেঈমান ও মুনাফিক”কে রাখা শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। তার ভাষ্য অনুযায়ী, সাহাবুদ্দিন চুপ্পু এস. আলম গ্রুপের কর্মচারী হিসেবে তাদের স্বার্থে কাজ করছেন এবং তাকে রাষ্ট্রপতির পদে বসানো হয়েছে ওই গ্রুপের পক্ষ থেকেই। তিনি আরও বলেন, “তিনি মূলত আওয়ামী লীগের কর্মী বা নেতা—তাকে কোনো অবস্থায় এই পদে রাখা উচিত নয়।”
শেখ হাসিনা চলে গেলো কিন্তু চুপ্পু সাহেবকে রেখে গেলো, এটা কেন হয়েছিলো? এ প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, ‘এটা আমি মনে করি, বড় বড় রাজনৈতিক দলগুলোকে চুপ্পুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে অতি দ্রুত। চুপ্পুর কারণেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতারা অশান্তি সৃষ্টি করছে। চুরি-ডাকাতি, রাহাজানির সাথে তারা জড়িত। আইন-শৃঙ্খলা লঙ্ঘনকারী বিভিন্ন কাজের সাথে জড়িত। সুতরাং চুপ্পুকে কখনোই আস্থায় নেওয়াটা ঠিক হবে না। এবং যারাই আস্থায় নিয়েছে তারাই ভুল করেছে।
মুমু