ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেডের ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেডের ঘোষণা

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার যেই অবস্থান কর্মসূচি গতকাল শুরু হয়েছিল সেটি আজকেও চলছে। ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শাহবাগে একত্রিত হয়েছেন। এবং তারা বলছেন অপরাধ ট্রাইব্যুনালের যেই আইনটি রয়েছে, সেটি সংশোধন করে ১৬ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্টের বিচার সম্পন্ন করতে হবে। 

যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তারা আরও বলেছেন, জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ কীভাবে গুম, খুন, আরও অনেক মানবতাবিরোধী কাজ করেছে। সুতরাং সরকারের নির্বাহী আদেশের পাশাপাশি, বিচারের মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া করা সম্ভব।

সূত্র: https://www.facebook.com/somoynews.tv/videos/

মুমু

×